
নাজিম উদ্দিন,পেকুয়া(১৩ জুন) :: পেকুয়ায় চোরাই সৌর বিদ্যুতের প্যানেলসহ ব্যাটারী উদ্ধার করেছে স্থানীয়রা। এ সময় চুরির সাথে জড়িত থাকায় দুই যুবককে হাতে নাতে ধরে ইউপি সদস্যের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে চোরাই এ সব উদ্ধার ও আটকের এ ঘটনা ঘটেছে উপজেলার মগনামা ইউনিয়নের বাজার পাড়া এলাকায়। আটককৃত দুই যুবকের নাম নেজাম উদ্দিন(২৫) ও জিয়াউর রহমান(২৬)। তারা একই ইউনিয়নের বাইন্নাঘোনা ও বাজারপাড়া এলাকার আলী হোসেন ও সিরাজদৌল্লাহর পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি বাজারপাড়া মগনামা ইউনিয়ন পরিষদের সদস্য নুর মোহাম্মদ মাদুর বাড়ি থেকে সৌর বিদ্যুতের প্যানেল ও ব্যাটারী চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে খোয়া হয়ে যাওয়া ওই প্যানেল ব্যাটারী মগনামা জেটিঘাট সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, জিয়াউর রহমান, নেজাম উদ্দিন সহ একটি চোর সিন্ডিকেট মাত্র আড়াই হাজার টাকা মূল্যে ওই ব্যক্তিকে বিক্রি করে। এ সময় চোরসহ এ সব মালামাল উদ্ধার করে।
বাজারপাড়ার লোকজন জানায়, তারা চুরি করেছে তিনজন। কিন্তু ইউপি সদস্য ধরেছে দুইজনকে। সবচেয়ে বড় চোর তার আপন ভাইয়ের ছেলে সাদেকুর রহমান। তাকে না ধরায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু জানায়, এ সব মালামাল সহ তাদেরকে হাতেনাতে ধরেছি। কয়েকজন ছেলের কারনে চুরি-চামারি বেড়েছে এলাকায়।

Posted ৯:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta