মোঃ ফারুক,পেকুয়া(২৭ ফেব্রুয়ারি) :: কক্সবাজারের পেকুয়ায় জমি জবর দখল চেষ্টার অভিযোগ ওঠেছে প্রভাবশালীর বিরুদ্ধে। গত মঙ্গলবার সকাল ১০টায় সদর গোঁয়াখালীর মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইপক্ষে উত্তেজনা দেখা দিয়েছে।
জমির মালিক কাইসারুল হায়দার চৌধুরী বলেন, গোঁয়াখালী মাতবর পাড়াস্থ এলাকায় বিএস ১১৩০,১১৩১,৯১৯,৭৪৯ নং খতিয়ানে পৈত্রিক ও ক্রয়সূত্রে বেশ কিছু জমির মালিকনাপ্রাপ্ত হই। তার মধ্যে ৭৪৯ নং খতিয়ানের ১৮শতক জমি একই এলাকার শফিউল আলমের নবনির্মিত বাউন্ডারির ভিতর থাকায় এওয়াজমূলে ৯১৯ খতিয়ানের ১৮শতক জমি আমাকে ছেড়ে দেন।
তা দীর্ঘ প্রায় ৫০বছর ধরে ভোগদখল করে চাষবাদ করে আসছি। সেই জমি কেড়ে নেওয়ার জন্য শফিউল আলম ভাড়াটি হিসাবে বহু মামলার আসামী মোঃ সোহেলকে ভাড়া করেন। গত মঙ্গলবার মোঃ সোহেলসহ একদল সন্ত্রাসী নিয়ে আমার জমি জবর দখল চেষ্টা চালায়।
অথচ মোঃ সোহেলের বিরুদ্ধে চাঁদাদাবী, নাশকতা ও হত্যার হুমকিসহ বেশ কয়েকটি মামলা চলমান আছে। আইন এবং পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে। সোহেল চট্রগ্রাম অবস্থানকালীন বহুজনের সাথে প্রতারণা করে অর্থ লুঠ করে এখন পেকুয়ায় একই অপরাধ করে যাচ্ছে।
গত কিছুদিন আগেও মগনামা মৌজার ধারিয়াখালীতে আমাদের মালিকানাধীন জায়গা প্রতারণা করে বহিরাগত মানুষের কাছে ষ্টাম্প মূলে বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছে। সোহেলের বিরুদ্ধে জিআর ২২২/১৮, ১৩৮/১৮, সিআর ৫৩৯/২০-১৮ এবং হত্যার হুমকির জিডি যার নং ৯৪৭/১৯ যা নিয়মিত মামলায় রুপান্তরিত হয়ে চকরিয়া আদালতে চলমান আছে। তার ভয়ে আমরা আতঙকে দিনাপাত করছি। তাকে দ্রুত আইনের আওয়তায় নিয়ে না আসলে আরো বড় ধরণের সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে বলে আমাদের ধারনা।
স্থানীয় প্রশাসন ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এলাকায় শাস্তির পরিবেশ ফিরিয়ে আনুক। বর্তমানে জবর দখল চেষ্টার অভিযোগটি আমলে নিলে আমরা ভুক্তভোগীরা উপকৃত হব।
Posted ১১:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy