মো: ফারুক,পেকুয়া(২১ অক্টোবর) :: পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে বেড়িবাঁধ ডিঙ্গিয়ে জোয়ারের পানিতে কয়েকটি গ্রামে প্লাবিত হয়েছে। পানি বন্ধি অবস্থায় রয়েছে প্রায় কয়েক হাজার মানুষ।
এছাড়াও রাতে বৃষ্টি শুরু হওয়ায় আরো কয়েকটি গ্রাম প্লাবিত ও জলাবদ্ধতার আশংকা করছে স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছেন, বকশিয়া ঘোনা ও নতুন ঘোনা নামক দুটি পাড়া প্লাবিত হয়েছে। এতে এলাকার চিংড়ি ঘের ও কাঁচা বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাগরে নিম্মচাপের প্রভাবে জোয়ারের পানি বেড়িবাঁধ ডিঙ্গিয়ে পানি প্রবেশ করলে ক্ষয়ক্ষতির সম্মোখিন হয় এলাকাবাসী।
চেয়ারম্যান ছৈয়দনুর জানিয়েছেন, সাগরে জোয়ারের কারণে বেড়িবাঁধে ডিঙ্গিয়ে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। দিনে জোয়ারে পানি প্রবেশ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।
স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। সার্বক্ষনিক তিনি তদারকি করছে বলে জানান।
Posted ৭:৫৩ অপরাহ্ণ | শনিবার, ২১ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy