নাজিম উদ্দিন,পেকুয়া(২৭ জুলাই) :: কক্সবাজারের পেকুয়ায় দুলাভাই-শ্যালককে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সোমবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবুল কাসেম (২৫) ও গোলাম রহমান (১২)।
আবুল কাসেম টইটং ইউনিয়নের পূর্ব ধনিয়াকাটার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে গোলাম রহমান রাজাখালী ইউনিয়নের নতুনঘোনার আবুল কালামের পুত্র। সম্পর্কে আপন দুলাভাই-শ্যালক।
স্থানীয় সুত্র জানায়, ওই দিন দুপুরের দিকে নতুনঘোনায় লবণ মাঠ থেকে শ্রমিকরা গাড়ীতে লবণ বোঝাই করছিলেন। পরিমাপে ওজন বেশী ও কম দেওয়া নিয়ে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর সুত্র ধরে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এ দিকে আবুল কাসেম শাশুড় বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। উত্তেজিত লোকজন তাকে পথে আক্রমণ চালিয়ে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। এর আগে শ্যালক গোলাম রহমানকে কুপিয়ে জখম করে।
আবুল কাসেমের মা নুর খাতুন জানান, আমার ছেলেকে কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। নতুনঘোনার মমতাজ উদ্দিন ও তার ছেলে শফিউল আলম,রবিউল আলমসহ কয়েকজন দুবৃর্ত্তরা শাশুড় বাড়ী থেকে টইটং আসার পথে পরিকল্পিত হামলা চালিয়ে জখম করেছে।
পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy