মোঃ ফারুক,পেকুয়া(১৪ মার্চ) :: কক্সবাজারের পেকুয়ায় দূর্বৃত্তের হামলায় পিতা মাতাসহ একই পরিবারের ৪জন আহত হয়েছে।
শনিবার সকাল ৮টায় শিলখালী ইউনিয়নের লম্বামুড়াস্থ সবুজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ছালেহ আহমদ (৫০), তার স্ত্রী মরিয়ম বেগম (৪২), মেয়ে সুনিয়া আক্তার(১৪) ও সাইফুল ইসলাম(২৩)।
আহত সবাইকে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে পরিবার। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদি হয়ে ১০জনকে বিবাদী করে পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন।
সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা শিলখালীর সবুজ পাড়া এলাকায় রিজার্ভ ভূমিতে বসতবাড়ি করে বসবাস করে আসছি। বসতবাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদের পায়তারা করে আসছিল একই এলাকার সামশুল আলমের ছেলে শফিউল আলমসহ বেশ কয়েকজন ব্যক্তি।
ঘটনার দিন সকালে তার নেতৃত্বে মোঃ পারভেজ, শাহাদত হোসেন, বেলাল হোসেন, মোঃ মুফিজ, সামশুল আলম, শাকেরা বেগম, লায়লা বেগম, ময়রা খাতুন ও ছৈয়দা বেগম সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমাদের বসতবাড়ি দখল করতে আসে। ওই সময় আমার পিতাকে মারধর করে গুরুতর আহত করলে মা ও বোন বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আহত করা হয়।
এ খবর স্থানীয়রা আমাকে অবগত করলে দ্রুত ঘটনাস্থলে আমি উপস্থিত হলে আমাকেও মারধর করে আহত করা হয়। একপর্যায়ে আমাদের সামনে পুরো বসতবাড়িতে তান্ডব চালায় তারা। ভাংচুরের লক্ষাধিক টাকার ক্ষতি করার পাশাপাশি প্রায় ৪ভরি স্বর্ণ ও নগদ ৭০হাজার টাকা নিয়ে যায়।
বিষয়টি আমরা তাৎক্ষনিকভাবে পেকুয়া থানাকে অবগত করলে পেকুয়া থানার এএসআই নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ আহত আমাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এবং তাৎক্ষনিকভাবে ঘটনা তদন্ত করলে ঘটনার সত্যতা পায়।
এবিষয়ে আমরা আইনি প্রদক্ষেপ নেওয়ার জন্য থানায় এজাহার জমা দিয়েছি।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, ঘটনার এজাহার পেয়েছি। ঘটনাটি আরো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:২৮ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy