নাজিম উদ্দিন,পেকুয়া(২৬ জানুয়ারী) :: কক্সবাজারের পেকুয়ায় সুমাইয়া জান্নাত (১৫) নামের এক স্কুল ছাত্রী ও তার ভাই তাজুল ইসলামকে (৩৩) কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৬ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সিকদারঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা ওই এলাকার মৃত,আহমদ কবিরের সন্তান।
সুমাইয়া জান্নাত বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী মোস্তাক আহমদ সওদাগর, শাহেদুল ইসলাম সওদাগর,জুবাইদা বেগম জানায়,ঘটনার দিন সকালে আহমদ কবিরের ছেলে মুরগী খামারী তাজুল ইসলাম বারবাকিয়া বাজার থেকে সিকদারঘোনা নিজ বাড়ির দিকে ফিরছিলেন।
পথি মধ্যে বেড়িবাঁধের পাউবোর স্লুইচ গেইট মোকামে পৌছলে পুর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিবেশি নজরুল ইসলাম ভুট্টো, সাইফুল ইসলাম, আকিবুল ইসলাম, মৃত.নাগু মিয়ার ছেলে নেছার উদ্দিনসহ দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় স্কুল ছাত্রী সুমাইয়া জান্নাত ভাইকে উদ্ধার করতে এগিয়ে আসে। এ সময় দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে।
স্কুল ছাত্রী সুমাইয়া জান্নাতের মা আয়াতুন নাহার জানায়, আমার ছেলে মুরগির খামারী। জায়গা থেকে খামারটি গুটিয়ে ফেলতে চান।
না হয় চাঁদা দিতে হবে। এর সুত্র ধরে তারা আমার ছেলেকে রাস্তায় মারপিট করে নগদ টাকা ও দু’টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। সুমাইয়া স্কুলে যাওয়ার সময় ভাইকে মারতে দেখেছে। তাকে উদ্ধার করতে গেলে তাকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানায়, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ২:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy