নাজিম উদ্দিন,পেকুয়া(১৬ জানুয়ারী) :: পেকুয়ায় পুকুরে পড়ে শাকেরা বেগম (৩৫) নামের দুই সন্তানের জননীর মর্মান্তিক প্রাণহানি হয়েছে। তিনি পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়ার মোঃ আজিমের স্ত্রী।
১৬ জানুয়ারী (বুধবার) দুুপুর ১ টার দিকে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে। পেকুয়া সরকারী হাসপাতালের চিকিৎসক মুজিবুর রহমান তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সুত্র্র জানায়, শাকেরা বেগম মৃগী রোগে ভোগ ছিলেন। ওই দিন দুপুরের দিকে গোসল করতে পুকুরে নামে। এ সময় পুকুরের পানিতে ওই নারীর সলিল সমাধি ঘটে। তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূইয়া বলেন, মহিলাটি মৃগী রোগে ভোগছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Posted ১০:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy