নাজিম উদ্দিন,পেকুয়া(২৯ সেপ্টেম্বর) :: কক্সবাজারের পেকুয়ায় পৃথক ঘটনায় স্বামী-স্ত্রী ও মা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
জানা যায়,পেকুয়ার মগনামা ইউনিয়নের মগঘোনা এলাকায় ফসলি জমিতে ছাগল ধানের চারা বিনষ্ট করছিল। এ সময় ছাগল তাড়াতে যায় মালিক। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় স্ত্রী স্বামীকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে।
২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মগঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত.কবির আহমদের ছেলে শাহাব উদ্দিন (৫০) ও তার স্ত্রী মোহসেনা বেগম (৪০)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত শাহাব উদ্দিন জানায় ওইদিন সকালে ফসলি জমির ধানের চারা বিনষ্ট করছিল একটি ছাগল। আমি তাড়াতে গেলে ছাগলের মালিক একই এলাকার মৃত.ওয়াজিউল্লাহ’র ছেলে ইউনুস বাধা দেয়। এক পর্যায়ে তারা কয়েকজন মিলে কুপিয়ে ও পিটিয়ে আমাদের আহত করে।
অপরদিকে পেকুয়া সদর ইউনিয়নের পুর্বগোঁয়াখালী এলাকায় ভাতিজাকে কুপিয়ে জখম করেছে আপন চাচা। জোর করে বসতভিটার গাছ কর্তন করছিল চাচা। এ সময় ভাতিজা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে মারাত্বক জখম করে। এ সময় মা ছেলেকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের পুর্বগোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার বদিউল আলমের স্ত্রী কমরুন্নেছা (৩০) ও ছেলে সালাহ উদ্দিন (১৪)। সালাহ উদ্দিন পেকুয়া জিএমসির ৮ম শ্রেনীর ছাত্র বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে সালাহ উদ্দিনকে ওইদিন চমেক হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসকরা।
বদিউল আলম জানায় ওইদিন সকালে বসতভিটা থেকে জোর করে গাছ কর্তন করে তার ভাই মাহমুদুল করিম। এ সময় বাধা দিলে মাহমুদুল করিম মা-ছেলে দু’জনকে কুপিয়ে আহত করে।
Posted ১২:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy