নাজিম উদ্দিন,পেকুয়া(৯ অক্টোবর) :: পেকুয়ায় প্রবাসির স্ত্রীর বিরুদ্ধে সাধারন ডায়েরী (জিডি) দায়ের করালেন ভাসুর। পরকীয়ায় লিপ্ত থাকায় প্রবাসি স্বামী তালাক দেয় স্ত্রীকে। লঙ্গনীয় শর্ত উল্লেখ করে প্রবাস থেকে ডাকযোগে তালাকনামা প্রেরন করেন স্বামী। এ নিয়ে আইনগত জটিলতার প্রশ্ন ছুড়েন স্ত্রী।
বিষয়টি অমিমাাংসিত থেকে গেছে। স্বামী ওমানে প্রবাস জীবন অতিবাহিত করছেন। তবে তালাকনামা পাওয়ার পরেও স্ত্রী সংসার ছাড়েন নি। এ দিকে আপন সহোদরের স্ত্রীর বিরুদ্ধে জিডি করলেন ভাসুর। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দেয়।
অপরদিকে ওই মহিলার বর্বর আচরনের প্রতি ক্ষুদ্ধ ও বিষ্ময় প্রকাশ করেন সাধারন মানুষ।
স্থানীয় সুত্র জানায়, টইটং ইউনিয়নের কাটাপাহাড় এলাকার আবদুল মোতালেবের ছেলে আবদুল হাকিম ও বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের মোহাম্মদ কালুর মেয়ে নাছিমা আক্তারের মধ্যে বিয়ে হয়।
গত ২০০৯ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আবদুল হাকিম মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থান করছেন। তারা তিন সন্তানের জনক ও জননী। অভিযোগ উঠেছে, নাছিমা আক্তার পরকিয়া সম্পর্কে লিপ্ত রয়েছে।
এতে করে স্বামী-স্ত্রীর সংসারে সম্পর্কের অবনতি ঘটে। চলতি বছরের ১০ সেপ্টেম্বর মুসলিম তালাক রেজিষ্ট্রারের মাধ্যমে স্বামী তার স্ত্রীকে ওমান থেকে তালাকনামা প্রেরন করেন। স্থানীয় নিকাহ রেজিষ্ট্রারের কার্যালয় এ সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্ত্রীকে নোটিশ প্রেরন করেছেন।
এ দিকে সম্প্রতি ওই মহিলা শ^াশুর বাড়ির লোকজনের সাথে ক্ষেপে যান। তার আচার আচরন অধিক হিং¯্রাত্মক হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে সংসার ও সামাজিক প্রক্রিয়ায়।
ভাসুর ওমর ফারুক ছোট ভাইয়ের স্ত্রীকে সংযত হতে পরামর্শ দেন। তবে ওই মহিলা সম্প্রতি ভাসুরকে মামলা মোকদ্দমার ভয়ভীতি সহ বহিরাগত লোকজনকে দিয়ে জীবন নাশের হুমকি প্রদান করছেন।
এতে করে বিষ্মিত হন ভাসুর। এহেন কর্মকান্ড থেকে পরিত্রাণ পেতে আপন ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে পেকুয়া থানায় চলতি মাসের ৩ অক্টোবর একটি সাধারন ডায়েরী দায়ের করেছেন। যার নং-৮৩/১৭।
এ ব্যাপারে ভাসুর ওমর ফারুক জানায়, এ মহিলার আচার আচরনে আমরা খুবই কষ্ট পেয়ে আসছি। যে কোন মুহুর্তে বড় ধরনের অঘটন ঘটাতে পারে কিংবা আমাদের পরিবারের কোন সদস্য তার কাছে নিরাপদ নয়। আইনী সহায়তার জন্য জিডি করেছি।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy