নাজিম উদ্দিন,পেকুয়া(২৯ নভেম্বর) :: পেকুয়ায় এবার দুই প্রধানমন্ত্রীকে নিয়ে কুৎসিত ও নষ্টামী মন্তব্য করেছে এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ও আ’লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সর্বত্রে তোলপাড় দেখা দিয়েছে।
উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আরকান উদ্দিন তার ফেইসবুক ব্যক্তিগত আইডি থেকে দু’দলের শীর্ষনেত্রীকে নিয়ে এ কুৎসিত মন্তব্য তৈরী হয়েছে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে ধনিয়াকাটা টইটং ও পেকুয়ায় নিন্দাসহ প্রতিবাদের ঝড় উঠেছে। এরপর থেকে মন্তব্যকারী আরকান গা ঢাকা দিয়েছে। এমন বাজে মন্তব্য ফেইসবুকে স্থান পাওয়ায় ওই ব্যক্তিকে মানুষ খুঁজছে।
জনরোষ এড়াতে বুধবার সকাল থেকে ওই যুবক আত্মগোপন হয়েছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দু’প্রধানমন্ত্রীকে নিয়ে কুৎসিত মন্তব্য উপস্থাপন হওয়ায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে গতকাল বুধবার পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
পেকুয়ার গণমাধ্যম কর্মী ও বঙ্গবন্ধু সৈনিকলীগ পেকুয়া উপজেলা শাখার সভাপতি পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামার মৃত এমদাদ মিয়ার ছেলে শহিদুল ইসলাম হিরু বাদী হয়ে এ অভিযোগ উত্তাপিত হয়েছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার এজাহার পাওয়ার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, এতবড় দু:সাহস কিভাবে হল এ যুবকের। পুলিশ সংশিষ্ট আইনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এ দিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের বাজে মন্তব্য ফেইসবুকে তৈরী হয়েছে। এতে করে পেকুয়ায় নিন্দা ও প্রতিবাদ দেখা দিয়েছে।
টইটং ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী জানায়, ছেলে ও তার পরিবারের সদস্যদের পরিষদে তলব করা হয়েছে। এটি একজন মানুষের দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি।
বাদি বঙ্গবন্ধু সৈনিক লীগ পেকুয়া উপজেলা শাখার সভাপতি ও পেকুয়া উপকুলীয় প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম হিরু জানায়, এমন দু:সাহস কিভাবে হল। জাতির পিতা বঙ্গবন্ধুর মেয়ে বিশ্বের মানবতার নেত্রী শীর্ষে যার সততা পৃথিবীকে অবাক ও বিস্ময় করেছে তাকে নিয়ে এ ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না।
অভিযোগ দিয়েছি অবশ্যই ওই বখাটেকে দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় রাজনৈতিক শক্তি রাজপথে নামতে বাধ্য থাকবে। বিচার হতে হবে। আমরা কলম সৈনিকসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ।
Posted ১২:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy