নাজিম উদ্দিন,পেকুয়া(১ জানুয়ারী) :: পেকুয়ায় বই উৎসব হয়েছে। চলতি ২০১৯ সালের ১ জানুয়ারী (মঙ্গলবার) সারাদেশে বই উৎসব পালিত হয়। এর অংশ হিসেবে পেকুয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান বই উৎসব পালন করে। উপজেলা প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বই উৎসব কার্যক্রম মনিটরিং করছিলেন।
মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্টানসমুহ পৃথক কর্মসুচী পালন করে। ওই দিন সকালে পেকুয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালন করে।
চৌমুহনী প্রাণকেন্দ্রে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মডেল প্রাইমারীতে বই উৎসব পালন করে। একই দিন সকালে পেকুয়া সরকারী জিএমসি মডেল ইনষ্টিটিউশনে পৃথক বই উৎসব পালিত হয়। এ সময় দুই প্রতিষ্টানে এ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল করিম।
মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হানিফ চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী, একাডেমিক মাধ্যমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী।
এ সময় শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক বিলি করা হয়েছে। শিক্ষায় গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এ প্রতিপাদ্যকে ২০১৯ সালের ১ জানুয়ারী বই উৎসবে প্রাধান্য দেওয়া হয়েছে।
একইভাবে পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই উৎসব পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করেন মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর রশিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ওসমান গণি, সিনিয়র শিক্ষক মাষ্টার দেলোয়ার হোসাইন, মাও: শিব্বির আহমদ আনসারী, মাষ্টার রুহুল কাদের, মাও: ফরিদ উদ্দিন রুমী, মিসেস ইয়াসমিন সোলতানা প্রমুখ।
মগনামায় বই উৎসব
———————
পেকুয়ায় মগনামা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব হয়েছে। ১ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে মগনামা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রচুর শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন। এ সময় বই উৎসব কার্যক্রমের শুভ উদ্বোধনীকে ঘিরে বিদ্যালয় কর্তৃপক্ষ এক অনাড়ম্বর আয়োজন করে।
সারাদেশে চলতি ২০১৯ সালের ১ জানুয়ারী বই উৎসব পালিত হয়েছে। সরকার শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরনের কার্যক্রম হাতে নেয়। এর অংশ হিসেবে ওই দিন মগনামা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্টিত হয়। মগনামা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি রিয়াজুল করিম চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার আবু বক্কর ছিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা আ’লীগ ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য কাসেম উদ্দিন, প্রধান শিক্ষক আক্তার আহমদ, শিক্ষক আবদু সাত্তার, শহিদুল ইসলাম চৌধুরী, মনছুর আলম, সোলতানা রাজিয়া, নুরুল ইসলাম, লিটন চৌধুরী, এছারুল হক প্রমুখ।
এ সময় বই উৎসব অনুষ্টানে ইউপি চেয়ারম্যান চুড়ান্ত পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরষ্কৃত করেছেন। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিলি করা হয়।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy