মো: ফারুক,পেকুয়া(৪ আগস্ট) :: কক্সবাজারের পেকুয়ায় বনের রাজা খ্যাত জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। এছাড়াও সংরক্ষিত বনাঞ্চলের জমিতে তৈরি করেছে আলিশান বাড়ি।
বর্তমান করোনা সংকটের মধ্যে প্রশাসনের কর্মকর্তরা ব্যস্ত সময় পার করার সুযোগে পাহাড়ি জায়গায় অবৈধ বালুর স্তুপ তৈরি করেছে।
তার এই সমস্ত অপকর্মের প্রতিবাদ করতে হামলা আর মামলার শিকার হতে হয় এলাকাবাসী ও বনবিভাগ কর্মকর্তাদের।
একটি রাজনৈতিক দলের প্রভাব দেখিয়ে বিগত ৪/৫বছর ধরে বীরদর্পে এমন অপকর্ম সংগঠিত করে গেলেও তার বিরুদ্ধে কার্যত কোন ধরণের ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দপ্তর।
সরেজমিন দেখা যায়, বারবাকিয়া ইউনিয়নের বারবাকিয়া রেঞ্জ অফিসের উত্তর-পূর্ব দিকের সামান্য অদূরে ৪/৫টি মেশিন বসিয়ে উত্তোলন করছে বালু। ওই সমস্ত বালু পরিবহণ করার জন্য পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তা।
এছাড়াও সংরক্ষিত পাহাড়ের ভিতর পাকা দালানের একটি আলিশান বাড়ি তৈরি করে বসবাস করছেন বনের রাজা জাহাঙ্গীর আলম।
প্রশাসনের কর্ম ব্যস্ততার সুযোগে মেশিন বসিয়ে বালু উত্তোলন করে পাহাড় তৈরি করেছে। সেই সমস্ত বালু বেশি দামে বিক্রি করার জন্য অবিক্রিত অবস্থায় রেখে দিয়েছেন তিনি।
স্থানীয়রা জানায়, বিগত কয়েক বছর ধরে জেল ফেরত বনদস্যু জাহাঙ্গীর আলম প্রভাবশালী এক রাজনৈতিক নেতার নেতৃত্বে দেদারসে পাহাড় কেটে বালু বিক্রি ও সংরক্ষিত বনের জমি জবর দখল করে বিক্রি শুরু করেছে।পাহাড় ও টিলা কেটে একাধিক স্থানে ন্যাড়া করে ফেলা হয়েছে।
এভাবে পরিবেশ বিনষ্ট হলেও প্রশাসনের পক্ষ থেকে পাহাড় কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে আশানুরূপ কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোল্লা আবদুল গফুর বলেন, পাহাড় কেটে বালু উত্তোলনের বিষয়টি আমার নজরে থাকলেও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের অসহযোগিতার কারণে পাহাড় কর্তন ও বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। কয়েকবার অভিযানও পরিচালনা করা হয়েছিল।
পেকুয়া উপজেলা নিবার্হী অফিসার সাঈকা সাহাদাত বলেন, পাহাড় কাটার কারণে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। পাহাড় কর্তনকারী যেই হোক না কোন ছাড় দেওয়া হবেনা।
তিনি আর ও বলেন, করোনা সংকটের সুযোগে যত্রতত্র পাহাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে বলে শুনেছি। এসব শক্ত হাতে দমন করতে হবে। সরকারি পাহাড় কাটা বন্ধ করতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy