নাজিম উদ্দিন,পেকুয়া(৪ জানুয়ারী) :: পেকুয়ায় বিধবা ও তার পুত্র সিএনজি চালককে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জমির বিরোধকে কেন্দ্র করে একদল দুবৃর্ত্তরা মা ও ছেলেকে ধারালো কিরিচ নিয়ে ধাওয়া দেয়। এ সময় প্রাণভয়ে তারা ২ জন দ্রুত সটকে পড়ে। ঘটনার জের ধরে পাহাড়ী দুর্গম এলাকায় দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
৪ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৮ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের দুর্গম পাহাড়ী মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, ৪০ শতক জমি নিয়ে ওই এলাকার মৃত ইসলাম ফকিরের ছেলে আবদু শুক্কুর ও মৃত সিরাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগমের মধ্যে বিরোধ চলছিল। জমি রিজার্ভ সম্পত্তি। তবে ওই জমি ফাতেমা বেগমের স্বামী দীর্ঘ সময় থেকে রক্ষাবেক্ষন ও আবাদ করছিলেন।
সুত্র জানায়, এ জমি আবদু শুক্কুর বন্ধক নেয়। বন্ধকী চুক্তিপত্র সম্পাদিত হয়। তবে ওই জমি গ্রহীতা আবদু শুক্কুর বন্ধকী ওই চুক্তিনামাটি পরবর্তীতে চিরতরে বিক্রিনামা করে ফেলে। মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
এ সুবাধে বিধবা তার জমি ফেরত চায়। ঘটনার দিন সকালে ফাতেমা বেগম ও তার ছেলে সিএনজি চালক জয়নাল আবদীন ওই স্থানে গিয়ে জমি হস্তান্তরের দাবী তোলে। এতে করে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।
এর সুত্র ধরে আবদু শুক্কুর ও তার ছেলে গিয়াস উদ্দিন ধারালো কিরিচ নিয়ে বিধবা ও তার ছেলে সিএনজি চালককে হত্যা করতে ধেয়ে আসে। এ সময় তারা প্রাননাশ ভয়ে পালিয়ে রক্ষা পেয়েছে। জয়নাল জাতীয় শ্রমিকলীগ টইটং ইউনিয়নের দায়িত্বশীল নেতা বলে জানা গেছে।
অপরদিকে আবদু শুক্কুর বিএনপির টইটংয়ের ৪ নং ওয়ার্ডের দায়িত্বশীল নেতা বলে নিশ্চিত হওয়া গেছে। ফাতেমা বেগম জানায়, তারা কিরিচ নিয়ে যে ভাবে আসছিল আমরা পালিয়ে না গেলে কুপিয়ে হত্যা করত।
Posted ৭:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy