নাজিম উদ্দিন,পেকুয়া(২ ডিসেম্বর) :: কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা নুরুজ্জামান মঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ।
২ ডিসেম্বর (রবিবার) দুপুর ১২টার দিকে বারবাকিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে পেকুয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পেকুয়া থানা সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, এদিন দুপুরে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।
তবে গ্রেফতারের বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানায়, তিনি বিষয়টি অস্বীকার করেন। কি কারনে গ্রেফতার করা হয়েছে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ভূইয়া জানান, তাকে নাশকতার পরিকল্পনার অভিযোগ গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এ প্রতিবেদককে জানান।
Posted ৮:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy