মো: ফারুক,পেকুয়া(৩০ ডিসেম্বর) :: কক্সবাজারের পেকুয়ায় ভোটকেন্দ্রের সামনে বিএনপি নেতাকর্মীদের হামলায় আব্দুল্লাহ আল ফারুক (২৫) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের দুই চাচা আবু তালেব (৩৮) ও আবু নওশের (৩৫) আহত হয়েছে।
রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত ফারুক একই ইউনিয়নের উলুদিয়া পাড়ার আবুল কালামের ছেলে।
নিহত পরিবারের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এ হতাহতের ঘটনা ঘটিয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাতের ফলে অধিক রক্তক্ষরণে আব্দুল্লাহ আল ফারুকের মৃত্যু হয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, পুলিশ ঘ্যটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।
Posted ১০:০৯ অপরাহ্ণ | রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy