নাজিম উদ্দিন,পেকুয়া(৬ জানুয়ারী) :: পেকুয়ায় মিছিল করল গ্রামবাসী। মসজিদের জমিতে গভীর রাতে অনুপ্রবেশ করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর প্রতিবাদে মুসল্লী ও মহল্লা কমিটির উদ্যোগে গ্রামে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এ সময় শত শত মানুষ ওই অবৈধ স্থাপনা অপসারণসহ জবর দখলকারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবীতে এ বিক্ষোভ প্রদর্শন হয়েছে।
উপজেলার রাজাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মাতবরপাড়া গ্রামে ৫ জানুয়ারী (রবিবার) সকাল ১১ টার দিকে বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয় সুত্র জানায়, উত্তর রাজাখালী মাতবরপাড়ায় ২৪ শতক জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এর জের ধরে একটি প্রভাবশালী চক্র ৪ জানুয়ারী (শনিবার) গভীর রাতে লবণ উৎপাদন জমিতে হানা দেয়।
এ সময় দেশীয় তৈরী ধারালো অস্ত্র, লাঠিসোটাসহ ভাড়াটে লোকজন জড়ো করে নাল জমিতে অনুপ্রবেশ করে। এক পর্যায়ে ভীতি ও আতংক ছড়িয়ে জমিতে একটি কুড়েঁঘর নির্মাণ করে। এমনকি ২৪ শতক জমির অর্ধেক অংশে বাঁশের টেংরা দিয়ে জবর দখলে নেয়।
স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী গ্রাম সুন্দরীপাড়া থেকে দখলবাজ চক্র মাতবরপাড়ায় এসে ২৪ শতক জমি গভীর রাতে জবর দখলে নেয়। সুন্দরীপাড়া গ্রামের লাল মিয়া প্রকাশ লালু ও তার স্ত্রী রুজিনা বেগম প্রকাশ কালা বুড়িসহ একটি চক্র জমি জবর দখলে নিতে ওই স্থানে কুঁেড়ঘর নির্মাণ করেছে। পরদিন সকালে স্থানীয়রা জায়গা দখলের বিষয়টি আঁচ করেছে। মুহুর্তের মধ্যে ওই খবর মসজিদ কমিটিসহ গ্রামে ছড়িয়ে পড়ে। এ সময় শত শত গ্রামবাসী উত্তর রাজাখালী মাতবরপাড়ায় জড়ো হয়ে সকালে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ছনুয়া নদীর তীরে পাউবোর বেড়িবাঁধে প্রায় ২ শতাধিক মানুষ একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে।
স্থানীয় সুত্র জানায়, পশ্চিম মাতবরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের ২৪ শতক জমি লালু ও তার স্ত্রী কালু বুড়ি জবর দখল করে।
বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী জাফর আহমদ জানিয়েছেন, এ জমি মসজিদের দালিলিক সম্পত্তি। মুখলেছুর রহমানের পুত্র তোফাজ্জল আহমদ ও খুইল্লা মিয়ার স্ত্রী সাইর বিবি মসজিদের জন্য ৪০ শতক জমি রেজিষ্ট্রি দেন। ওই সময় থেকে এ জমি মসজিদ ভোগ করছে। এ বছর আমরা নুরুচ্ছফা নামক ব্যক্তিকে জমি লাগিয়ত করেছি। ওই দিন রাতে সন্ত্রাসী কায়দায় মসজিদের জমি তারা জোর পূর্বক দখল করেছে।
মসজিদ কমিটির সেক্রেটারী রেজাউল করিম লিটন জানান, আমরা অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে মিছিল নিয়ে বের হয়েছি। আল্লাহর ঘর মসজিদের জমি এ ভাবে রাতের অন্ধকারে দখল করবে আমরা চুপ থাকতে পারিনা।
সহসভাপতি সালেহ আহমদ জানায়, প্রায় ২শত পরিবার এ মসজিদের মহল্লায় আমরা আছি। এ মসজিদে তেমন অস্থায়ী ও স্থায়ী সম্পত্তি নেই। ৪০ শতক এ জায়গা মসজিদের মূল সম্পত্তি।
মসজিদের ইমাম সেলিমুল ইসলাম বলেন, চাষা দিয়েছি আমরা। অথচ রাতে জবর দখল করে নিয়েছে ওই চক্র।
১ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ইদ্রিস সওদাগর ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম জিহান বলেন, এটি চরম ন্যাক্কার জনক ঘটনা। আমরা এর ধিক্কার করছি।
সমাজ কমিটির নেতা হাসেম পিটার, স্থানীয় আবুল মোস্তফা, গৃহবধূ হাসিনা জন্নাত ও ফাতেমা বেগমসহ আরও শত শত গ্রামবাসী জানায়, আমরা মসজিদের এ জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ চাই। না হয় প্রতিবাদ আরও বেগবান করা হবে।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy