নাজিম উদ্দিন,পেকুয়া(২৬ আগষ্ট) :: পেকুয়ায় মামলার তদন্ত নিয়ে দুপক্ষের মধ্যে বাক বিতন্ডা দেখা দেয়। এ সময় তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে মামলার বাদী প্রবাসীর স্ত্রীকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।
চলমান মামলার তদন্ত ব্যাঘাত ঘটাতে আসামী পক্ষ ওই স্থানে জড়ো হয়। ভীতি ছড়াতে আসামীসহ একদল দুবৃর্ত্তরা লাঠি সোটা নিয়ে বাদীপক্ষকে ধাওয়া দেয়। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মামলার তদন্ত কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুভ্রাত দাশ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দ্রুত ওই স্থান ত্যাগ করেন। সম্ভাব্য হামলার আশংকা আচ করতে পেরে ওই কর্মকর্তা তদন্ত না করে চলে আসে। এ দিকে মামলার তদন্তের সময় খোদ কর্মকর্তার উপস্থিতিতে আসামীদের এমন কান্ডে বিষ্মিত হন প্রত্যক্ষদর্শীরা। তারা এ ঘটনাকে আইনের প্রতি চরম বৃদ্ধাঙ্গুলী বলে মত দিয়েছেন।
২৬ আগষ্ট উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা সুভ্রাত দাশ এর সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে তিনি জানায়, একটি সিআর মামলার তদন্ত করতে গিয়েছিলাম।
বিবাদীপক্ষ উত্তেজিত হন। তারা তদন্তকাজে ব্যাঘাত ঘটান। দুপক্ষের স্বীকারোক্তি নেয়া যায়নি। আমি চলে আসার পর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে নিশ্চিত হয়েছি। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, সিকদারপাড়া এলাকার প্রবাসীর স্ত্রী ফরিদা পারভীন বাদী হয়ে সম্প্রতি একটি সিআর মামলা দায়ের করে। যার মামলা নং-৮৭৪/১৭।
চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদা দাবীর অভিযোগে ওই নারী মামলাটি রুজু করে। সিকদারপাড়া এলাকার জাফর আলম, মহিউদ্দিন, ছকির আলমসহ ৭ জনের বিরুদ্ধে বাদী অভিযোগ আনয়ন করে। আদালতের আদিষ্ট হয়ে পেকুয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা ওই দিন সরেজমিন তদন্তে যান। পিআইওর উপস্থিতি দেখতে পেয়ে বিবাদীপক্ষ লাঠি সোটা নিয়ে ওই স্থানে জড়ো হন। এ সময় ভীতি ছড়াতে তারা হাকাবকা করে।
এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মামলার বাদী জসিম উদ্দিনের স্ত্রী ফরিদা পারভীন ওই স্থানে আসলে তাকে লাঞ্চিত করার চেষ্টা করে। এ সময় দ্রুত স্থান ত্যাগ করে ওই মহিলা।
এ ব্যাপারে ফরিদা পারভীন জানায়, ওই চক্রের চাঁদাবাজি ও হয়রানিতে আমি অতিষ্ট হয়েছি। বাড়ি তৈরীর সময় তারা আমার কাছ থেকে চাঁদা দাবী করে। আমি আদালতে মামলা করি।
তদন্ত ব্যাঘাত ঘটাতে লাঠি সোটা নিয়ে আমাকে হামলা চালানোর চেষ্টা চালায়। তবে অভিযুক্ত পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তাদের সাথে যোাগযোগ না হওয়ায় বক্তব্য নেওয়া যায় নি।
Posted ১০:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Chy