নাজিম উদ্দিন,পেকুয়া(১১ সেপ্টেম্বর) :: পেকুয়ায় মাধ্যমিক সহকারী শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সহ-সম্পাদক ও ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে প্রতিবাদ সভা করেছে শিক্ষক সমিতি।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল মাধ্যমিক সহকারী শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদ পেকুয়া উপজেলা শাখা এ প্রতিবাদ সভা আহবান করে। এ সময় বক্তারা বলেছেন, শিক্ষকরা দেশ ও জাতি গঠনে মুখ্য সঞ্চালনক হিসেবে কাজ করে থাকে।
অথচ এমন একজন শিক্ষককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। মহান এ পেশাকে সমুন্নত রেখে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করে চলছি। জায়গা সংক্রান্ত বিরোধ হয়েছে।
পৈত্রিক সম্পত্তির হিস্যা নিয়ে ওই শিক্ষকের সাথে এক পক্ষের মতদ্বন্দ দেখা দেয়। কিন্তু এ ঘটনাকে পুঁজি করে একটি মামলাবাজ চক্র আমাদের শিক্ষক সমিতির এক জৈষ্ট্য কর্মকর্তাকে মামলা দিয়ে হয়রানি করছে। যা অসৎ উদ্দেশ্য ও হয়রানিমুলক। আমরা আহবান করছি অবিলম্বে মামলা প্রত্যাহার করার জন্য।
এ ভাবে মানহানিকর মামলা ও হয়রানি বন্ধ না হলে আমরা ঐক্যবদ্ধ থেকে এর কঠোর জবাব দিতে বাধ্য থাকিব। পেকুয়া চৌমুহনীস্থ সংগঠনের কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
মাধ্যমিক সহকারী শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ পেকুয়ার সভাপতি ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহেদ উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী পেকুয়া জিএমসি’র সিনিয়র শিক্ষক নুর মুহাম্মদের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও পেকুয়া জিএমসি’র প্রধান শিক্ষক জহির উদ্দিন, সহ-সভাপতি ও মগনামা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদু সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মগনামা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর, শিলখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারেক, এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরিদুল মোস্তফা, ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাব উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জিএমসি’র শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: জিয়াবুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজেম উদ্দিন, সহ-সম্পাদক ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।
সভায় টইটং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকের আহমদের রোগ মুক্তি কামনায় মহান আল্লাহ’র দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
Posted ১:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy