নাজিম উদ্দিন,পেকুয়া(২৭ মে) :: পেকুয়ায় ইয়াবা বিক্রেতারা পেটালেন ইউপি সদস্যকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
২৬ মে শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাচারীমোড়া স্টেশনে হামলার এ ঘটনা ঘটে। আহত ইউপি সদস্যের নাম জানে আলম(৬৪)।
তিনি কাচারীমোড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে। শিলখালী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার ও একই ওয়ার্ড আ’লীগের সভাপতি বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদক বিক্রি ও ইয়াবা সম্পর্কিত বিষয়ে ইউপি সদস্য সম্প্রতি জোরালো অবস্থান তৈরী করে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছিলেন। এতে করে মাদক বিক্রেতারা তার প্রতি চরম ক্ষুদ্ধ হন।
ঘটনার দিন বিকেলে জানু মেম্বার বারবাকিয়া বাজার থেকে কাচারীমোড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে স্টেশনের পশ্চিম পাশের্^ পূর্ব থেকে উৎপেতে থাকা মাদক ব্যবসায়ী তাকে অতর্কিত হামলা চালায়।
মেম্বার জানে আলম জানায়, এতিমখানার লালু(৩০), ভারুয়াখালীর আবদুল হান্নান নামের এ দুইজন মাদক ব্যবসায়ী আমাকে আক্রমন চালিয়ে আহত করে। আমি থানায় এজাহার দিয়েছি।
Posted ৯:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৭ মে ২০১৮
coxbangla.com | Chanchal Chy