নাজিম উদ্দিন,পেকুয়া( ২২ জুলাই) :: পেকুয়ায় যুব সংহতির এক সমাবেশে চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি হচ্ছে ফ্যাক্টর। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে পরবর্তী সব নির্বাচনে ক্ষমতার ফ্যাক্টর হয়েছে হোসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন এ জাতীয় পার্টি। সরকার গঠন ও জোট গঠনে জাতীয় পার্টি ভূমিকা ছিল অনস্বীকার্য।
সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসন ছিল এ দেশে স্বর্ণযুগ। প্রাদেশিক শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন তিনি। মানুষ তাকে এক নায়ক হিসেবে দেখেন নি। নব্বইয়ের ক্ষমতার পট পরিবর্তন হয়েছে তার উদারতা। জাতীয় পার্টি বিশ^াস করেছিলেন মানুষের জন্য রাজনীতি।
জনগনকে রাজপথে ঠেলে দিয়ে ক্ষমতায় থাকতে চাননি তিনি। সে দিন জনগনের ডাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরে দাড়ায় জাতীয় পার্টি। যুব সমাজ হচ্ছে জাতীয় পার্টির ভ্যানগার্ড। আগামী জাতীয় নির্বাচনের জন্য যুব সংহতিকে মাঠে সজাগ থাকতে হবে।
২২ জুলাই পেকুয়ায় জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুব সংহতির এক সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এ সমাবেশ অনুষ্টিত হয়।
বিকেলে পেকুয়া বাজারস্থ সমবায় কমিউনিটি সেন্টারে জাতীয় যুব সংহতি পেকুয়া উপজেলা শাখার আহবায়ক সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হোসাইন শহিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্টিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাপা কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, জেলা জাপার সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ এমপি।
উদ্বোধক ছিলেন যুব সংহতি কক্সবাজার জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মুন্না। প্রধান বক্তা ছিলেন যুব সংহতি জেলার সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুচ্ছফা সাগর।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার শহর জাপার সাধারন সম্পাদক নাজেম উদ্দিন, জেলা জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌরসভা জাতীয় মহিলা পার্টির সভাপতি রেহানা খানম রাহু, চকরিয়া উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস,এম মাহাবুব ছিদ্দিকী, সিনিয়র সহভাপতি এম,দিদারুল করিম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাপার সভাপতি টিপু সোলতান, জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মানিক ও পেকুয়া উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি আমাতুর রহিম হীরা প্রমুখ।
দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনে জাতীয় যুব সংহতির সাজ্জাদুল ইসলাম সভাপতি ও হোসাইন শহিদ সাইফুল্লাহকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়েছে।
এদিকে প্রধান অতিথির বক্তব্যের পূর্বে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাহাজাদা ফখরুল মোবাইল কনফারেন্সের মাধ্যমে নেতৃবৃন্দের উদ্দেশ্যে সম্মেলনের সফলতা ও সার্থকতা নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন যুব সংহতি জাতীয় পার্টির মূল স্পন্দন। এটিকে এই সম্মেলনের মাধ্যমে পেকুয়ায় উজ্জীবিত হউক এ প্রত্যাশা করছি।
সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক সন্ধ্যা অনুষ্টিত হয়। শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে সম্মেলনকে প্রাণবন্ত করেছে।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy