মো : ফারুক,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউপির ঝুম পাড়ায় শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম উদ্দিন নামে এক বখাটেকে আটক করে ইউপি সদস্যর জিম্মায় দিয়েছে স্থানীয়রা।
আটক বখাটে টইটং ইউপির মাদ্রাসা পাড়া এলাকার মোঃ বাদশার ছেলে।
রবিবার দুপুর দেড়টায় টইটং ইউপির ঝুম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, মালঘারা এলাকার এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা চালিয়েছে জসিম উদ্দিন।
স্থানীয়রা বিকেল ৫টায় অভিযুক্তসহ অপর একজনকে আটক করে আমার জিম্মায় দিলে বিষয়টি থানায় অবগত করা হয়। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে।
স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুপুরের ৬ষ্ট শ্রেণির এক ছাত্রী ঝুম পাড়ার পাহাড়ে লাকড়ি কুড়াতে যায়। ওই সময় জসিমসহ অপর দুই কিশোর তাকে ধর্ষণ চেষ্টা চালায়। বিষয়টি মেয়ের পরিবার স্থানীয়দের অবগত করলে পাহাড়ে অভিযান চালিয়ে জসিমসহ অপর এক কিশোরকে আটক করে মেম্বারের জিম্মায় দেয়া হয়।
পেকুয়া থানার ওসি সাইফুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবে বলে জানান।
Posted ৬:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy