মো: ফারুক,পেকুয়া(৮ জানুয়ারী) :: কক্সবাজারের পেকুয়ায় শীতকালীন কম্বল, চাদর ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৮ জানুয়ারী) দুপুর ১২টায় উপজেলার শিলখালী ইউনিয়নে প্রবীন জনগোষ্ঠির জীবন-মান উন্নয়ন কর্মসূচির আওতায় এনজিও সংস্থা বাস্তবের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল করিম।
ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি মাষ্টার আবুল আহমেদের সভাপতিত্বে বাস্তব পেকুয়া উপজেলা শাখার কো-অর্ডিনেটর মোঃ আজমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোছাইন, বাস্তব এনজিও সংস্থার নির্বাহী পরিচালক রুহী দাশ, আ’লীগ পেকুয়া উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজিউল ইনসান ও উপকূলীয় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ.এম এরশাদ।
Posted ৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy