নাজিম উদ্দিন,পেকুয়া(১৬ অক্টোবর) :: পেকুয়ায় সিএনজি চালকের ঘেরা বেড়া ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। এ সময় উত্তেজিত লোকজনকে নিবৃত করতে সিএনজি চালকের স্ত্রীসহ দুই নারী ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাদেরকে মারধরসহ শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়েছে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের উপস্থিতিতে তারা আরো অধিক হিং¯্র ও তান্ডব চালায়।
গত ১৪ অক্টোবর দুপুর ১ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্লাদিয়া এলাকায়। ঘটনার জের ধরে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে সিএনজি চালক শেফায়াত উল্লাহ গংদের সাথে বারবাকিয়া ইউনিয়নে বোধামাঝিরঘোনা এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র মোক্তার হোসেন গংদের বিরোধ চলছিল। ১ একর জমিতে শাফায়াতের পিতা ৪০ বছর আগে থেকে বসবাস করছিলেন। তারা বারবাকিয়া থেকে মগনামায় পৈত্রিক সম্পত্তির অংশ ভোগ করছিলেন।
সম্প্রতি মোক্তার হোসেন গং জায়গা দখলের পায়তারা করে। জবর দখল ঠেকাতে শাফায়েত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারা বলবৎ রাখতে একটি এম আর মামলা দায়ের করে। যার নং ৬৮৯/১৭। এডিএম কোর্টের বিজ্ঞ হাকিম খালেদ মোহাম্মদের আদালত গত ৯ অক্টোবর ১৪৪ ধারার পক্ষে আদেশ দেন।
ঘটনার দিন দুপুরে মোক্তার হোসন গং ফাসিয়াখালী থেকে ভাড়াটে বহিরাগত লোকজন নিয়ে মগনামায় কোদাল্লাদিয়ায় শাফায়েতের বাড়িতে হানা দেয়। এ সময় তারা বাড়ির ঘেরা বেড়া ভাংচুরসহ ব্যাপক তান্ডব চালায়।
খবর পেয়ে পেকুয়া থানার এস,আই শিমুল ওই স্থান পরিদর্শন করেন। তিনি উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করেন। তবে খোদ প্রশাসনের উপস্থিতিতে হামলাকারীরা আরো ব্যাপকভাবে উত্তেজিত হন। এ সময় তারা দ্বিগুন উৎসাহিত হন। এক পর্যায়ে শাফায়েতের স্ত্রী রুমি আক্তার ও তার ভাবী বুলবুলি আক্তারসহ ওই বাড়ির দুই গৃহবধূ ওই স্থানে এসে নিবৃত করার চেষ্টা করছিলেন। এ সময় তাদেরকে ব্যাপক চড় থাপ্পড়সহ টানা হেছড়া করে।
এ ব্যাপারে সিএনজি চালক শাফায়েত উল্লাহ জানায়, মোক্তার হোসন একজন সরকারী কর্মচারী। তিনি চট্রগ্রামের যক্ষা হাসপাতালে চাকুরী করেন। তিনি একজন মামলাবাজ। আমাকে চট্রগ্রামের মেট্রোপলিটন আদালতে বিবাদী করে। মামলাটি ছিল মিথ্যা। সেটিতে খালাস পেয়েছি। গরিবের উপর জুলুম করা হচ্ছে। আমার স্ত্রীকে মারধর করা হয়েছে। ঘেরা বেড়া ভাংচুর করা হয়েছে।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy