নাজিম উদ্দিন,পেকুয়া(১১ নভেম্বর) :: পেকুয়ায় এবার স্ত্রী ও স্ত্রীর মাকে পেটালেন স্বামী। স্বামী এক নারীর প্রেমের ফাঁদে পড়ে। পরকীয়া সম্পর্ক করছিলেন। স্ত্রী সেটি অবগত হন। এ নিয়ে ওই দম্পতির সংসারে কলহ তৈরী হয়। এর সুত্র ধরে স্ত্রী ও স্বামীর মধ্যে বাকবিতন্ডা হয়।
এ সময় অবাধ্য স্বামী স্ত্রীকে নিষ্টুর পিটিয়ে আহত করে। মেয়েকে উদ্ধার করতে বৃদ্ধা মা ওই স্থানে যায়। এ সময় উত্তেজিত ওই ব্যক্তি তার শাশুড়ীকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রবিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম মোহছেনা বেগম (২৪) ও তার মা আয়েশা বেগম (৫৫)।
প্রাপ্ত সুত্র জানায়, ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে মোহছেনা ও তার স্বামী নুরুল আমিনের বাকবিতন্ডা হয়। এর সুত্র ধরে স্বামী ওই নারীকে শারীরিক মারধর করছিলেন। এ সময় আয়েশা বেগম মেয়েকে উদ্ধার করতে ওই স্থানে ছুটছিলেন। মেয়ের জামাতা এ নারীকেও পিটিয়ে আহত করে।
সুত্র জানায়, বিগত ২ বছর আগে নাপিতখালীর আবুল কালামের মেয়ে মোহছেনা বেগম ও ধনিয়াকাটার সাহাব উদ্দিনের ছেলে নুরুল আমিনের বিবাহ হয়। সম্প্রতি নুরুল আমিন অপর মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক করছিল।
স্ত্রী জানায়, প্রায় সময় স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। মা ও তাকে পিটিয়ে পাষন্ড স্বামী আহত করে।
Posted ৮:০১ অপরাহ্ণ | সোমবার, ১২ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy