নাজিম উদ্দিন,পেকুয়া(১ নভেম্বর) :: পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় ১ জন আহত হয়েছে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনাটি ঘটেছে ৩১ অক্টোবর রাত ৮ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাড়ি গ্রামে। আহত ব্যক্তির নাম মো: আরমান প্রকাশ আব্বান(৫০)। তিনি ওই এলাকার আবদু রশিদের পুত্র।
জানা যায়, চলাচল রাস্তায় প্রতিবন্ধকতার জের ধরে একই এলাকার মৃত আলী আহমদের পুত্র আহমদ ছবির মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে গত ৫ মাস আগে আব্বানের স্ত্রী সেতারা বেগমের উপরও পরিকল্পিত হামলা করে দুবৃর্ত্তরা। এতে আরমান প্রকাশ আব্বান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর থেকে ওই দুবৃর্ত্তরা মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। অন্যথায় জানে মেরে ফেলবে বলেও হুমকি দিয়ে আসছে। এতে মামলা প্রত্যাহার না করায় পুনরায় আব্বানের উপর এ হামলা চালিয়ে গুরুতর জখম করে।
খবর পেয়ে রাত ৯ টার দিকে পেকুয়া থানার এস,আই ইয়াকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আব্বানকে উদ্ধার করে।
এ ব্যাপারের আহত আব্বানের স্ত্রী সেতারা বেগম জানায়, চলাচলের জন্য উম্মুক্ত রাস্তায় আমাদেরকে যাতায়াতে বাধা প্রদান করে আসছিল আহমদ ছবি গং। এর পূর্বেও আমার উপর তারা বর্বর হামলা চালায়।
আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছিলাম। মামলার পর থেকে আমাদেরকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল।
এর সুত্র ধরে দুবৃর্ত্তরা আমার স্বামীকে মেরে ফেলার উদ্দেশ্যে এ হামলা চালায়। আমরা এখন নিরাপত্তাহীনতায় দিনযাপন করছি।
Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy