নাজিম উদ্দিন,পেকুয়া(১১ জানুয়ারী) :: পেকুয়ায় হামলায় কলেজ ছাত্রসহ অন্তত ২ জন গুরুতর জখম হয়েছে। এ সময় পথচারীকে পিটিয়ে নগদ টাকা লুট করে তারা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
১১ জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের মধ্যম উজানটিয়া ফোরকানের দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পেকুয়ারচর এলাকার মৃত জালাল আহমদের ছেলে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র মোহাম্মদ এরশাদ (২০) ও মঈন উদ্দিনের স্ত্রী সালমা বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানায়, ওই দিন বিকেলে এরশাদ ও তার মামা সাইফুল ইসলাম সোনালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
তারা হারুন সওদাগরের দোকান থেকে এরশাদের চাচা মঈন উদ্দিনের টাকাসহ ফোরকানের দোকান নামক স্থানে পৌছে। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা নেছার উদ্দিন গং এ ২ জনকে গতিরোধ করে।
এক পর্যায়ে কয়েক জন দুবৃর্ত্ত লাঠিসোটা ও বিদ্যুতের টর্চ লাইট দিয়ে এলোপাতাড়ি মারধরসহ হামলা চালায়।
এ সময় এরশাদের কাছ থেকে লবণ বিক্রির ৯৫ হাজার টাকা লুট করে। এ সময় সালমা বেগম ছেলেকে উদ্ধার করতে ওই স্থানে ছুটে যান। হামলাকারীরা এ নারীকেও বেধড়ক পিটিয়ে জখম ও টানা হেচড়া করে।
প্রত্যক্ষদর্শী হারুন সওদাগর, বেলাল সওদাগর ও রফিক আহমদসহ লবণ চাষীরা জানায়, ১ একর ৬০ শতক পৈত্রিক সম্পত্তি নিয়ে নেছার উদ্দিন ভেট্রা ও তার সহোদর মঈন উদ্দিন গংদের বিরোধ চলছিল। এর সুত্র ধরে এরশাদের পিতা জালাল উদ্দিন ২০০১ সালে খুন হন।
এ ঘটনায় বড় ভাই নেছার উদ্দিন ভেট্টুসহ কয়েক জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা রুজু করে। যার জিআর নং-২৩৫/০১। এ ছাড়া আসামীদের বিরুদ্ধে আরও সিআর ১৫৪/১৮সহ একাধিক মামলা রয়েছে।
আহত এরশাদ জানায়, আমি সোনালী বাজারের হারুন সওদাগরের দোকান থেকে লবণ বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। ফোরকানের দোকান ষ্টেশনে হারুন সওদাগরের দোকানে নাস্তা করছিলাম।এ সময় অতর্কিত অবস্থায় তারা এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে টাকা ছিনিয়ে নেয়।
সালমা বেগম জানায়, তারা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে। সম্প্রতি তারা আমার ৪ কানি জমি জবর দখলে নেয়। আমার ছেলে এরশাদকে প্রাননাশ চেষ্টা চালায়। এ সময় আমাকেও তারা পিটিয়ে আহত করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান জানায়, এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১২:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy