নাজিম উদ্দিন,পেকুয়া :: পেকুয়ায় হামলায় দোকান মালিকসহ ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
২৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বেলা ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিমপাশের্^ ভোলাইয়াঘোনায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের মগকাটা গ্রামের রহিমদাদের পুত্র ও পেকুয়া বাজারের দোকান মালিক আবদুল মতলব (৫২), ফজল করিমের পুত্র জসিম উদ্দিন (৪০), কামাল হোসেনের পুত্র আবদু রহিম (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানা গেছে, কবির আহমদ চৌং বাজারের একটি দোকান নিয়ে মালিক সদর ইউনিয়নের মগকাটার রহিমদাদের পুত্র আবদুল মতলব ও একই ইউনিয়নের গোঁয়াখালী উত্তরপাড়ার বাসিন্দা পেকুয়া বাজারের ভাঙ্গারী ব্যবসায়ী অলি উল্লাহর মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার দিন বেলা ১১ টার দিকে ১০/১৫ জনের দুবৃর্ত্তরা লাঠি সোটা নিয়ে আবদুল মতলবের মালিকানাধীন দোকানে হানা দেয়। এ সময় আবদুল মোতালেব ও দুই জন নির্মাণ শ্রমিকসহ ৩ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।
আবদুল মোতালেব জানান, আমি দোকানে সংষ্কার কাজ করছিলাম। পাকা করনের জন্য দুই জন নির্মাণ শ্রমিকও ছিল। তারা অলির নেতৃত্বে দুবৃর্ত্তরা পরিকল্পিভাবে আমাদের উপর হামলা করে। ১০/১৫ জনের হাতে লাঠিসোটা ও ধারালো লোহার রড ছিল।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। .
Posted ১:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy