নাজিম উদ্দিন,পেকুয়া(১৫ অক্টোবর) :: পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম মধুখালী এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল ১৫ অক্টোবর সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার মৃত শের আলীর পুত্র মনজুর আলম গং ও শের আলীর পুত্র ফজল কবিরের মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওইদিন সকালে মোস্তাক সওদাগরের দোকানে বসে মনজুর আলম চা পান করছিলেন।
এ সময় ওই জমি সংক্রান্ত পূর্ব শক্রুতার জের ধরে শের আলীর পুত্র ফজল কবির, ফজল কবিরের পুত্র শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম, নুরুল কবিরের পুত্র ইসমাইল গং দা, কিরিচ, লোহার রড দিয়ে মনজুর আলমের উপর অতর্কিত হামলা করে।
এ সময় মৃত শের আলীর পুত্র মনজুর আলম(৬০), মনজুর আলমের পুত্র ওসমান গনি(৪০), তার ভাই হাফেজ আয়ুব আলী(২৬) গুরুতর আহত হয়।
এরপর সন্ত্রাসীরা তিনটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। আহত মনজুর আলম জানান, সন্ত্রাসীরা অস্ত্রধারী ও দেশের আইন মানে না। তারা ভবিষ্যতে আরো বড় ধরনের ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি বিষয়টি সমাধা করে দেবে বলে জানান।
Posted ১২:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy