নাজিম উদ্দিন,পেকুয়া :: পেকুয়ায় হামলায় মুরগী ব্যবসায়ী আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
২৬ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলেজ গেইট চৌমুহনীর উত্তর দিকে কেজি স্কুল সংলগ্ন এবিসি সড়কে এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যবসায়ীর নাম বাহার উদ্দিন (৩৫)। তিনি সদর ইউনিয়নের মাতবরপাড়া গ্রামের মনজুর আলমের ছেলে এবং জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার সভাপতি নুরুল আবছারের ছোট ভাই।
স্থানীয় সুত্র জানায়, ওই দিন সকালে বাহার উদ্দিন মুরগীর জন্য বাঁশখালী পুঁইছড়ি প্রেম বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে চৌমুহনীর উত্তর দিকে কেজি স্কুলের নিকট তাকে হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আবছার গং ও রাজাখালী দশেরঘোনার মৃত আবদুল আলিমের পুত্র আমির হোছাইনের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল। আমির হোছাইন ৬ শতক জায়গা ক্রয় করে। বিরোধপূর্ণ জায়গায় ওই ব্যক্তি মাটি ভরাট করে বসতবাড়ি নির্মাণকাজ বাস্তবায়ন চেষ্টা চালায়। এ সময় নুরুল আবছারের ভাই নুরুল হুদা মাজু ও ফরিদ আলম বাধা দেয়।
এর সুত্র ধরে দু’পক্ষের মধ্যে মারপিট হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বাহার উদ্দিন মুরগী কিনতে যাওয়ার সময় অতর্কিত হামলা শিকার হয়। জায়গা নিয়ে দু’পক্ষের পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আমির হোছাইন জানান, তিনি সৌদি প্রবাসী। সম্প্রতি পেকুয়া সদর থেকে ৬ শতক জায়গা ক্রয় করেন। নাছির উদ্দিন নামক ব্যক্তির কাছ থেকে জমি কিনে নেন। ওই জমিতে তিনি মাটিভরাট করে বসতবাড়ি নির্মাণকাজ বাস্তবায়ন করছিলেন। আবছার গং অহেতুক এসে তাকে কাজে বাধা দিচ্ছে। এমনকি তারা এসে তাকে মারধর করে।
নুরুল আবছারের ভাই বাহার উদ্দিন জানান, আমাকে তারা অতর্কিত হামলা চালায়। আমি মরগী কিনতে যাচ্ছিলাম। ভ্যান করে যাওয়ার সময় এ হামলা চালায়। ৪৭ হাজার টাকাও ছিল। সেগুলিও নিয়ে ফেলে।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy