নাজিম উদ্দিন,পেকুয়া :: পেকুয়ায় জমি দখল বেদখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে।
২৮ নভেম্বর (সোমবার) সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্বগোঁয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার ৩৮ শতক জমি নিয়ে নেছার আহমদ ও জামাল হোসেন গংদের মধ্যে বিরোধ চলে আসছিল।
ওই সময়ে জামাল হোসেন গং দা, কিরিচ ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালালে জমির মালিক নেছার আহমদ গং বাধা প্রদান করে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে নেছার আহমদের স্ত্রী কুলসুমা বেগম (৬০), মোবারকের পুত্র রোকন উদ্দিন (২০), মফিজের স্ত্রী শাহানা বেগম (৪০) গুরুতর আহত হয়। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই এলাকার জসিম, বেলাল, গিয়াস উদ্দিন ও জেয়াসমিন আক্তার জানান, ওই জমি নেছার আহমদের দীর্ঘ ৭০ বছরের দখলে রয়েছে। ঘটনার সময় জামাল হোসেন, মাছন, মো: হোসাইন গং পেশীশক্তি ব্যবহার করে অন্যায়ভাবে আমাদের জমি জবর দখলের চেষ্টা চালায়। এতে বাধা দেয়ায় মারপিট লেগে যায়।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১২:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy