মো: ফারুক,পেকুয়া(২৮ নভেম্বর) :: কক্সবাজারের পেকুয়ায় বিএনপি নেত্রী হাসিনা আহমেদের সামনে হাতাহাতিতে জড়িয়েছে স্থানীয় নেতাকর্মীরা। এতে নেতাকর্মীদের মাঝে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে এ পরিস্থিতি নিরসন ঘটে।
বুধবার (২৮নভেম্বর) সকাল ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে সংসদ নির্বাচনের মনোনয়ন পত্রের ছায়াকপি জমা দিতে গেলে উপজেলা পরিষদের প্রবেশ পথে এ ঘটনা ঘটে। এসময় ঠাই তাঁকিয়ে থাকেন বিএনপি মনোনীন প্রার্থী ও সাবেক সাংসদ হাসিনা আহমেদ। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফায়েত আজিজ রাজু নেতাকর্মীদের নিভৃত করলে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ পেকুয়া সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরমের ছায়াকপি জমা দিতে যান। এসময় সহ¯্রাধিক নেতাকর্মী ও স্থানীয় সমর্থক তাকে অভিবাদন জানাতে উপজেলা পরিষদের সামনে জড়ো হয়। একপর্যায়ে হাসিনা আহমেদ তার গাড়ি নিয়ে উপজেলা পরিষদে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তার অযুহাতে পুলিশ তাতে বাধা দেয়। এতে উপস্থিত দলীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে।
কিছু নেতাকর্মী নির্বাচনী আচরণবিধির বিষয় উল্লেখ করে, উত্তেজিত নেতাকর্মীদের উপজেলা পরিষদে প্রবেশে বারণ করলে দুই পক্ষে হাতাহাতি শুরু করে। এসময় দ্রুত হাসিনা আহমেদ গাড়ি থেকে নেমে উত্তেজিত নেতাকর্মীদের আচরণবিধির কথা স্বরণ করিয়ে দেন এবং তাদের নিভৃত হতে অনুরোধ করেন। এরপরও কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের গেইট ভেঙ্গে প্রবেশের চেষ্টা চালালে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উত্তেজিত নেতাকর্মীদের নিভৃত করেন।
এব্যাপারে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, নেতাকর্মীদের মাঝে সামান্য ভূল বুঝাবুঝি হয়েছিল। যা মুহূর্তেই সমাধান করা হয়েছে। অধিক সংখ্যক নেতাকর্মী নেত্রীর সাথে উপজেলা পরিষদে প্রবেশ করতে গিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নেত্রীর নির্দেশে নেতাকর্মীরা তখনই শান্ত হয়ে যায়।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, সহকারী রির্টানিং কর্মকর্তার নির্দেশমতে ৫জনের অধিক ব্যক্তিকে মনোনয়ন ফরম জমা দিতে যেতে দেওয়া হয়নি। তবে উপজেলা পরিষদের ভিতরে প্রার্থীর সাথে প্রবেশ করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চেষ্টা চালায়। কিন্তু পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্ঠি করতে পারেনি।
পেকুয়া সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবউল করিম বলেন, মনোনয়ন পত্রের অনুলিপি জমা দেয়াকে কেন্দ্র করে উপজেলা প্রাঙ্গণে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকে পুলিশ মোতায়েন করা হয়েছিল। উপজেলা পরিষদ গেইটের বাইরে কিছু ঘটে থাকলে, আমার জানা নেই। তবে, বিএনপি মনোনীত প্রার্থী হাসিনা আহমেদ স্থানীয় ৩-৪জন সিনিয়র নেতাদের সাথে নিয়ে এসে মনোনয়নের অনুলিপি জমা দিয়ে গেছেন।
Posted ৮:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy