মোঃ ফারুক,পেকুয়া(১৮ ডিসেম্বর) ::কক্সবাজারের পেকুয়ায় ৮মামলার আসামী রুহুল কাদের এর অত্যাচার অতিষ্ট এলাকাবাসী। এমনকি নিয়মিত হুমকি প্রদান করায় মামলার বাদিরাও রয়েছে আতংকে। তার অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মামলার বাদির পরিবারের লোকজন। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সূত্রে জানা গেছে, রুহুল কাদের শিলখালী ইউনিয়নে বিএনপির রারজনীতির সাথে জড়িত। দায়িত্ব পালন করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হিসাবে। তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, হত্যাচেষ্টা, বন মামলাসহ ৮টি মামলা চলমান রয়েছে। যার মামলা নং ০৪/২০১৪, ২২৭/১৮, ১৬৪/১৮, ১২১, ৪/১৪, ৪/১৩, বন মামলা ৭৮ ও ৪৬/১২। রাজনৈতিক মামলায় তিনমাস জেলও কেটেছেন তিনি।
এসব মামলা নিয়ে আর জেল কেটেও দিব্বি এমপিও ভুক্ত আনোয়ার উলুম মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন। অথচ এলাকায় তার রাম রাজত্বে অতিষ্ট পড়েছে এলাকাবাসীরা। হুমকিতে রয়েছে মামলার বাদিরা। মামলার বাদি জাকের হোসেনসহ আরো বেশ কয়েকজন স্থানীয় প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়ে সহযোগিতা কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রুহুল কাদের বলেন, বিএনপির রাজনীতি করেছি ২০বছর আগে। এখন আ’লীগ করি। আর যে মামলা গুলো হয়েছে সব জায়গা জমির বিরোধ নিয়ে। রাজনৈতিক মামলাটি দিয়েছিল আমার প্রতিপক্ষরা হয়রানি করার জন্য। আর বন মামলাটি থেকে খালাস পেয়েছি। অভিযোগগুলো আমার বিরুদ্ধে চক্রান্তের অংশ।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy