কক্সবাংলা রিপোর্ট :: মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নের নিরিখে কক্সবাজারের পেকুয়া উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), কক্সবাজার।
বুধবার সকালে পরিদর্শনকালে পেকুয়ায় নির্মিতব্য বানৌজা ঘাটি শেখ হাসিনার জন্য জমি অধিগ্রহণ প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করা হয়।
এছাড়াও চকরিয়া উপজেলার চিড়িংগা ইউনিয়ন ভূমি অফিস ও পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের নির্মান কাজও পরিদর্শণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি), পেকুয়া এবং চেয়ারম্যান, মগনামা ইউনিয়ন পরিষদ, উপস্থিত ছিলেন।
Posted ২:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy