মো: ফারুক,পেকুয়া(১৩ জানুয়ারি) :: কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহ সহ তিন নেতাকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
রোববার (১৩জানুয়ারি) দুপুরে নাশকতা মামলার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
জেলহাজতে যাওয়া অপর দুজন হলেন, পেকুয়া উপজেলা যুবদল নেতা সাজ্জাদ হোসেন ও পেকুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর মনজুর কাদের মজুমদার জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চালানো নাশকতা কর্মকান্ডের ঘটনায় দায়েরকৃত চারটি মামলায় তারা জামিন আবেদন করে।
এসময় জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করে আদালত। চার মামলার মধ্যে তিনটি বিস্ফোরক আইনের মামলা।
Posted ৪:১২ অপরাহ্ণ | রবিবার, ১৩ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy