মোঃ ফারুক,পেকুয়া(১৮ ডিসেম্বর) :: ১৯ জানুয়ারী অনুষ্ঠিত্য পেকুয়া বাজার বণিক সমিতির নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। সভাপতি পদে ৪জন, সহসভাপতি ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন আর ডিরেক্টর পদে ৬জন মনোনয়ন ফরম নিয়েছে। তিন পদে ১৫জন মনোনয়ন ফরম নিলেও নির্বাচিত হবে ৬জন।
মঙ্গলবার(১৭ ডিসেম্বর) ও বুধবার (১৮ ডিসেম্বর) দুই দিনে মনোনয়ন ফরম বিক্রিতে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামাল পাশা, সদস্য কাজিউল ইনসান ও এম.এনামুল হক এমইউপি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, পেকুয়া ঋণদান সমিতির সভাপতি মাস্টার নাসির উদ্দিন, দোকান মালিক সমিতির সহসভাপতি নুরুল আবছার ও ব্যবসায়ী সংগঠক মাহাবু আলম সভাপতি পদে মনোনয়ন ফরম নিয়েছেন। বর্তমান সহসভাপতি আজিজুল হক আজিজ ও সাবেক ডিরেক্টর মোঃ ওসমাণ গণি সহসভাপতি পদে মনোনয়ন ফরম নিয়েছেন।
বর্তমান সফল ডিরেক্টর মোঃ শাহেদ ইকবাল, মোঃ শফি ও গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন। ডিরেক্টর পদে মনোনয়ন ফরম নিয়েছেন যথাক্রমে, জাফর আলম, শেফায়েত হোসেন মানিক, মোঃ রিদুয়ান, মঈন উদ্দিন, আবুল হাশেম ও বর্তমান ডিরেক্টর রহিম উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ কামাল পাশা বলেন, ব্যবসায়ীদের বৃহত্তর এ সমিতির নির্বাচন সুষ্ট ও স্বাভাবিক করতে সকল সদস্য ও প্রার্থীদের সহযোগিতা লাগবে। বিগত নির্বাচনের চেয়ে এ নির্বাচন হবে ইনশাল্লাহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কারণ মনোনয়ন ফরম যারা নিয়েছে তারা সবাই গ্রহণযোগ্য ব্যক্তি। ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীদের বেঁচে নিতে আমাদের কাজ হচ্ছে সুষ্ট ও নিরেপক্ষ নির্বাচন আয়োজন করা। আমার সাথে কাজিউল ইনসান ও এনামুল হক আছেন। তারা দক্ষ নির্বাচন পরিচালনাকারী। নির্বাচন পরিচালনায় আমি সকল সাংবাদিক ও বিশিষ্টজনের সহযোগিতা কামনা করছি।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy