কক্সবাংলা ডটকম(২৯ নভেম্বর) :: ২ ম্যাচে একটি জয়। একটি হার। আর্জেন্টিনার পয়েন্ট এখন ৩। গ্রুপ পর্বে শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে পোল্যান্ডের। আর ওই ম্যাচটিও মেসিদের কাছে ডু অর ডাই।
পোল্যান্ডকে হারালেই শেষ ১৬-য় পৌঁছে যাবেন মেসিরা। আর ড্র করলে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ডি মারিয়াদের।
গ্রুপ-সি-তে পোল্যান্ড আপাতত শীর্ষে। তাদের পয়েন্ট ৪। অর্থাৎ আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করলেও পোল্যান্ড চলে যাবে পরের রাউন্ডে।
কাতার বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দল। আবার গ্রুপ সি-র দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল।
হিসেব বলছে, আর্জেন্টিনা গ্রুপ শীর্ষে থাকলে শেষ ১৬-য় তারা খেলবে ডেনমার্ক বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করার পরও যদি আর্জেন্টিনা পরের রাউন্ডে যায়, তা হলে তারা খেলতে পারে ফ্রান্সের বিরুদ্ধে।
Posted ১১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Chy