কক্সবাংলা ডটকম(২৬ নভেম্বর) :: আর্জেন্টিনাকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল সৌদি আরব। কিন্তু গ্রুর সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডের কাছে ২-০ গোলে হারল সৌদি। যার ফলে শেষ ষোলোয় যাওয়ার অঙ্ক আরও কঠিন হল লিওনেল মেসির দলের কাছে।
পোল্যান্ড মেক্সিকোর বিরুদ্ধে ড্র করেছিল। শনিবার সৌদির বিরুদ্ধে জিতে ৪ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে পৌছে গেল। আর ৩ পয়েন্টনিয়ে দ্বিতীয় স্থানে থাকল সৌদি আরব। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মেক্সিকো ও ০ পয়েন্ট নিয়ে শেষ আর্জেন্টিনা।
ফলে মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামার আগে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকে দুই দলই একটি করে জয় পেয়েছে। এই পরিস্থিতিতে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে মেসিদের।
ড্র করলে পরবর্তী রাউন্ডে যাওয়ার অঙ্ক অনেক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে পোল্যান্ডোর বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো বনাম সৌদি আরবের ম্যাচের দিকে।
মেক্সিকো আর্জেন্টিনাকে হারিয়ে দিলে তাদের পয়েন্ট হবে ৪। পোল্যান্ডেরও পয়েন্ট ৪। শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালেও সর্বোচ্চ ৩ পয়েন্ট হবে আর্জেন্টিনার। ফলে তাতে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে আর্জেন্টিনার। খালি হাতেই কেরিয়ারের শেষ বিশ্বকাপ থেকে ফিরতে হবে মেসিদের।
তবে এই সব অঙ্ক না নিয়ে না ভেবে আর্জেন্টিনার এখন দরকার নিজেদের শেষ দুটি ম্যাচে জয়। তাহলেই কোনও অঙ্কের প্রয়োজন হবে না। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরবর্তী রাউন্ডে পৌছে যাবে মেসি-দি মারিয়ারা।
Posted ১২:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Chy