সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশের দ‚রদর্শী ও বলিষ্ঠ নেতা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন নানান আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করেছে কক্সবাজার জেলা যুবলীগ।
২৮ সেপ্টেম্বর (সোমবার), বিকাল ৪টায় জেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয় অনাড়ম্বর এই অনুষ্ঠানমালার।
জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা প্রিয় নেত্রীর দীর্ঘায়ু কামনা করে বলেন, “বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু গণতন্ত্রের মানসকন্যাই নন, তিনি পর্যটন নগরী কক্সবাজারসহ সারাদেশের অনন্য উন্নয়নের রূপকার। শুধু তাই নয়, প্রিয়নেত্রী জেগে থাকেন বলেই দেশের প্রায় ১৯ কোটি মানুষ শান্তিতে ঘুমাতে পারে। আসুন সকলে মিলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদি এবং সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি”।
পরে উৎসবমুখর পরিবেশ আর শ্লোগানে শ্লোগানে প্রিয়নেত্রীর জন্মদিনের কেক কাটা হয়। পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ও শুভেচ্ছা স্বরূপ বৃক্ষরোপণ কর্মস‚চি অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত সকল নেতা-কর্মীর পক্ষ থেকেও নেত্রীর জন্মদিনে শ্রদ্ধাভরা শুভ কামনা জানানো হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা বেন্টু দাশ, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, জাহিদ ইফতেখার, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক সাহেদ মো: এমরান, যুবলীগ নেতা কুতুব উদ্দিন, মির্জা ওবাইদ রুমেল, ইমরুল কায়েস, ইসমাইল সাজ্জাদ, এড. নুরুল ইসলাম সায়েম, নাসির সিকদার, রউফ নেওয়াজ ভুট্টো, আবুল কাসেম, নজরুল ইসলাম।
পুরো আয়োজনে উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা আশরাফ উদ্দিন আহমদ, শওকত আলম মানিক, দিদারুল ইসলাম রুবেল, ফরিদুল আলম, জাহাঙ্গীর আলম, ইয়াছিন আরাফাত রিগ্যান, রেজা আলম নাহিয়ান, মুহাম্মদ ফারুক, আমির হোসেন, জুনায়েদ কবির জুয়েল, জমির জামি, এড. শামশু, মো: কায়সার, স¤্রাট, শাকের, এড. মোশাররফ, হুমায়ুন কাদের, আব্দু শুক্কুর, আয়ুব, সিরাজুল ইসলাম খান, আতিক উল্লাহ, জসিম উদ্দিন আকাশ, আব্দুল আহাদ, রুবায়েজ, আব্দুল সালাম ভেট্টো, মোস্তাক আহমদ, বাহার উদ্দিন বাহার, মো: আরিফ, আরিফ উল্লাহ খান, বেলাল হোসেন, হারুন, কামাল, কফিল উদ্দিন রিপন, ইফতেখার হাসান টিটু, তৈয়ব তাহের, এনাম, পারভেজ, জুয়েল, সায়েদ, ইব্রাহিম-সহ প্রমুখ।
এছাড়া সংগঠনের অসংখ্যা নেতাকর্মী নেত্রীর জন্মদিনের আয়োজনে অংশ নেন।
Posted ৯:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy