কক্সবাংলা ডটকম(২৪ মে) :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চারদিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার মধ্যরাতে (রাত ১টা ৩৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের করেছে।
এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
জেদ্দার ডেপুটি গভর্নর মোহাম্মদ বিন হামাদ আল-ওয়াফি, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দায় বাংলাদেশের কনস্যাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও সৌদি সরকারের প্রতিনিধিগণ বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে গত ২০ মে প্রধানমন্ত্রী রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর পবিত্র উমরাহ্ পালন
—————————
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে পবিত্র উমরাহ্ পালন করেছেন। শেখ হাসিনা প্রথমে পবিত্র কাবা শরীফের চার পাশে তোয়াফ করেন এবং পরে সাফা ও মারওয়ায় হাঁটেন ও দৌড়ান। তিনি দেশবাসী ও সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীও উমরাহ্ পালন করেন।
Posted ১:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ মে ২০১৭
coxbangla.com | Chanchal Chy