বার্তা পরিবেশক :: প্রফেসর মোশতাক আহমদ আমাদের বাতিঘর। উনি ইতোমধ্যে ছেড়ে চলে গেছেন, হয়েছেন পরকালের বাসিন্দা। এই মহান মানুষটিকে আমরা কক্সবাজারবাসী বলতে কিছুই দিতে পারিনি।
আমরা কক্সবাজারবাসী তাঁর স্মরণে শিগ্রই একটি নাগরিক শোক সভা করার সিদ্ধান্ত নিয়েছি। এ উপলক্ষে একটি নাগরিক শোক সভা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা আগামী ১৬ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় প্রফেসর মোশতাক আহমদ প্রেমিদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, কক্সবাজার সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল ও ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট কক্সবাজার জেলা ইউনিটের সভাপতি বদিউল আলম বিনীতভাবে অনুরোধ করেছেন।
Posted ২:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy