প্রেস বিজ্ঞপ্তি :: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির এক প্রস্তুতি সভা জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
এতে শহীদ জিয়ার ৪১তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয় ।
কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ৩০মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কাল ব্যাচ ধারণ ।
সকাল ১১টায় খতমে কোরআন। দুপুর ১২টায় বিভিন্ন এতিম খানায় খাদ্য বিতরণ এবং বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না,সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, আকতার চৌধুরী , এম মোকতার আহমদ, আতা উল্লাহ বোখারী , মো: আবুল কাসেম, এডভোকেট হাসান সিদ্দিকী , জিশান উদ্দিন, এডভোকেট মোহাম্মদ ইউনুচ, আমির আলী, রাশেদুল হক রাশেল , এডভোকেট মনির উদ্দিন , শাহাদাত হোসেন রিপন, ফাহিমুর রহমান ফাহিম, গিয়াস উদ্দিন, গিয়াস উদ্দিন আফসেল, আবছার কামাল , মোহাম্মদ আবদুর রহিম প্রমুখ।
সভায় জেলার প্রত্যেক পৌরসভা ও উপজেলা বিএনপিকে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহfন চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
Posted ৮:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
coxbangla.com | Chanchal Chy