কক্সবাংলা ডটকম :: লস অ্যাঞ্জেলেসর ভয়াবহ দাবানলের মধ্যেই ভারতে ফিরেছেন গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
গত সপ্তাহ থেকেই ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস, পাশাপাশি বিধ্বংসী দাবানলের শিকার ক্যালিফোর্নিয়া, কানাডাও।
ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলসের কয়েকশো একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাণে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন অসংখ্য মানুষ।
এমনকী হলিউডের একাধিক তারকার বিলাসবহুল আবাসনও পুড়ে ছাই হয়ে গিয়েছে বিধ্বংসী দাবানলে।
২০১৮ সাল থেকেই স্বামী নিক জোনাসের সঙ্গে পাকাপাকিভাবে লস অ্যাঞ্জেলসেই থাকছেন অভিনেত্রী।
দাবানলের ঠিক পরের দিনেই অভিনেত্রী কয়েকটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। যেখানে দেখা যাচ্ছিল, প্রিয়াঙ্কার বাড়ি থেকে খানিকটা দূরে জ্বলছে।
অভিনেত্রী নিজের বাড়ির বারান্দা থেকে সেই ভিডিও তুলে ধরেছিলেন। যা প্রকাশ্যে আসতেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে ওঠেন।
যদিও অভিনেত্রী নিজেও জানিয়েছিলেন তিনি সম্পূর্ণ ভাল আছেন। কিন্তু বিপদমুক্ত নন তিনি।
এই ঘটনার এক সপ্তাহ বাদেই ভারতে ফিরেছেন অভিনেত্রী।
তবে মুম্বই নয়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে হায়দরাবাদ বিমানবন্দরে একটি ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে নায়িকাকে।
কিন্তু লস অ্যাঞ্জেলসে এত ভয়াবহতার মধ্যেই তড়িঘড়ি কেন দেশে ছুটে এলেন দেশি গার্ল?
আসলে জানা গিয়েছে, অভিনেত্রী তাঁর পরবর্তী ছবির আলোচনা সারতেই ভারতে ফিরেছেন।
তাঁকে দক্ষিণের কিংবদন্তি পরিচালক SS রাজামৌলির অফিস থেকেও বেরোতে দেখা গিয়েছে।
আসলে দিন কয়েক আগেই রাজামৌলি তাঁর স্বপ্নের প্রকল্প ‘মহাভারত’-এর ঘোষণা দিয়েছেন।
সূত্রের খবর, ছবিতে তিনি দক্ষিণী সুপারস্টার মহেশবাবু, প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করবেন বলে জানা গিয়েছিল।
তবে কি, সেই বিষয়ে কথা বলার জন্যেই ভারতে ফিরেছেন অভিনেত্রী? এদিন অভিনেত্রীকে একটি ব্রাউন কো-অর্ড পোশাকে দেখা গিয়েছিল।
খোলা চুল এবং মাথায় টুপি ছিল তাঁর। নো মেকআপ লুকে দেখা গিয়েছে তাঁকে। স্নিকার্স পরেছিলেন তিনি।
এদিকে ১৭ জানুয়ারী, তিনি একটি ইনস্টাগ্রাম রিল শেয়ার করেছেন যাতে তিনি তার টরন্টো থেকে হায়দরাবাদ হয়ে দুবাই ভ্রমণের কথা জানিয়েছিলেন। তার ইনস্টাগ্রাম রিলে তিনি RRR-এর সঙ্গীতের ব্যবহার করেছিলেন। সেটিই সবাইকে আকৃষ্ট করেছিলেন।
গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় রয়েছে প্রিয়াঙ্কা রাজামৌলির SSMB 29-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন। তবে, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনকে কাস্ট হিসাবে রাখা হয়েছে।
Posted ২:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta