কক্সবাংলা ডটকম :: সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসেও দেশে রেকর্ড পরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। এই মাসে প্রবাসীরা ১৭৮ কোটি ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৪৫ কোটি ডলার পাঠিয়েছিলেন।
অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এই ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৬১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্সের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ ৪৪ দশমিক ১২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই থেকে ফেব্রুয়ারি এই আট মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৬৬৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৪৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে, গত আট মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা পাঠিয়েছিলেন। গত বছরের জানুয়ারির তুলনায় এবারে একই মাসে রেমিট্যান্স বেড়েছে ২ হাজার ৭২০ কোটি টাকা।
চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিটেন্স বেড়েছে ৩৩.৫১ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৬৯ বিলিয়ন ডলারে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩.৫১ শতাংশ বেশি।
সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ২২.৬১ শতাংশ বেড়ে ১৭৮০.৫৫ মিলিয়ন ডলার হয়েছে। যা গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ১৪৫২.২০ মিলিয়ন ডলার।
তবে, জানুয়ারির তুলনায় প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর পরিমাণ কমেছে ৯.২৭ শতাংশ। জানুয়ারিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১৯৬২.২৪ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হওয়ায় রেমিটেন্স পাঠানোর পরিমাণ কিছুটা কমেছে।
এদিকে, আজ দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৪.১২ বিলিয়ন ডলার।
Posted ৮:১৪ অপরাহ্ণ | সোমবার, ০১ মার্চ ২০২১
coxbangla.com | Chanchal Chy