মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পোকখালী মাদ্রাসা।
৫ নভেম্বর সকাল ১০ টায় ঈদগাঁও বাস ষ্টেশনস্থ মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
ককসবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পোকখালী মাদ্রাসা ফ্রানসে হজরত মুহাম্মদ সলালাহু আলাইহি ওয়াসালাম কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এতে মাদ্রাসার শিক্ষক, ছাত্রসহ বৃহত্তর ঈদগাঁওয়ের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশগ্রহণ করেন। পোকখালী মুসলিম বাজার হয়ে মিছিল শুরু করে ঈদগাঁও বাজার বাসস্টেশনস্থ মহাসড়কে এসে শেষ করে।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ঈদগাঁও কেনদ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, পোকখালী মাদ্রাসার মোহাদ্দেস মৌলানা আজগর, ডাঃ ইউসুফ আলী, হাফেজ নজরুল ইসলাম, মৌলানা সাইফুল ইসলাম, পোকখালী মুসলিম বাজার পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম, পোকখালী সমাদ্রাসা শিক্ষক মৌলানা হুসাইন, যুবদল নেতা আজিজুল হক রুবেল, ছাত্রদল নেতা মোঃ সালা উদ্দিন কাদের, পোকখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সেলিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ফ্রানসের প্রধানমনত্রীর এ হীন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় বক্তারা বলেন, ফ্রানস সরকার আমার আপনার প্রানের চেয়েও প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) এর ব্যঙ্গচিত্র করে সারা বিশ্বের মুসলমানদের হ্রদয়ে যে আঘাত করেছে।তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফ্রানসকে মুসলমানদের সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে।অন্যথায় কঠোর কর্মস‚চির ডাক দেয়া হবে।এছাড়াও সকল বক্তারা ফ্রানসের সমস্ত পণ্য বয়কটের দাবী জানান।
Posted ১২:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy