কক্সবাংলা ডটকম(১৪ আগস্ট) :: প্যারিস মাতাতে শুরু করে দিলেন নেইমার। প্যারিস সাঁ জাঁ–র হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন ব্রাজিলিয়ান তারকা। যার সুবাদে পিএসজি ৩–০ ব্যবধানে হারাল গুইনগাম্পকে।
লিগ ওয়ানে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল পিএসজি। ট্রান্সফার সার্টিফিকেট না আসায় প্রথম ম্যাচটা খেলতে পারেননি নেইমার।
কিন্তু দ্বিতীয় ম্যাচেই মাঠে নেমে গোল পেলেন তিনি। ৮২ মিনিটে এডিনসন কাভানির পাস থেকে দলের তৃতীয় গোল করেন বার্সিলোনার প্রাক্তন তারকা। ম্যাচের প্রথমার্ধটা ছিল গোলশূন্য। ৫২ মিনিটে জর্ডান ইকোকোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান এডিনসন কাভানি।
অ্যাঞ্জেল ডি মারিয়া–কাভানি–নেইমার ত্রয়ী যে এবার পিএসজিকে সাফল্য এনে দিতে প্রস্তুত তা কিন্তু রবিবারই বেশ স্পষ্ট বোঝা গেল। নেইমার একটা গোল করলেন। বেশ কয়েকটা সুন্দর মুভ তৈরি করলেন।
এদিকে টানা দ্বিতীয় জয়ের ফলে লিগ ওয়ানের লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রইল পিএসজি। সমানসংখ্যক পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে লিঁয়। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন মোনাকো।
Posted ১২:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Chy