হেলাল উদ্দিন,টেকনাফ(১৫ আগস্ট) :: মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ১৫ আগষ্ট সকাল ১০টায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি সহ উপস্থিত সকলে।
পরে, টেকনাফ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখা ও পৌর শাখার যৌথ উদ্যোগে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক জনপ্রিয় সাংসদ ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, জননেতা- আলহাজ্ব আবদুর রহমান বদি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহির হোসেন এম এ, টেকনাফ পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, টেকনাফ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাপ জান, টেকনাফ পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, টেকনাফ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল মতলব, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম রিপু, আব্দুস শরীফ, টেকনাফ সদর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাশা, যুগ্ম আহবায়ক নুরুল আমিন, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, টেকনাফ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম অাহবায়ক মোহাম্মদ আলম, শফি উল্লাহ,আরফাত হোসেন সানি সহ আরও অনেকে।
প্রধান অতিথি সাবেক সাংসদ বদি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নিবেদিত কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক, পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, টেকনাফ পৌর কৃষক লীগের আহবায়ক ছৈয়দ আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন।
সভা শেষে, ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির কল্যাণে দোয়া কামনা করেছেন।
Posted ১১:৪৮ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy