কক্সবাংলা ডটকম(২ জানুয়ারি) :: চলতি বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষ। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঠিত হয়েছে ‘মুজিববর্ষ’ উৎযাপন কমিটি। এছাড়া মুজিববর্ষ সফল করতে আরও ৮টি উপকমিটি কাজ করছে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন শুরু।
ওই দিন প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু কন্যা তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের কাউন্টডাউন উদ্বোধন করবেন।
চলতি বছর ১২ মার্চ বঙ্গবন্ধুর শতবর্ষ। সরকারি ভাবে জানানো হয়েছে সারা দেশে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের জন্য নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হবে। বঙ্গবন্ধুর শতবর্ষের নানা অনুষ্ঠান নিয়ে আশাবাদী উদযাপন জাতীয় কমিটির চেয়ারম্যান কামাল চৌধুরী।
Posted ৭:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy