হেলাল উদ্দিন,টেকনাফ(২৪ আগস্ট) :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেন্টমার্টিন্স এ বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনে ১২৭ জন গরীব,দুঃস্থ, গর্ভবতী মা ও অসহায় শিশুকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়াও মেডিকেল অফিসার জনসাধারণের মাঝে প্রাথমিক চিকিৎসা সর্ম্পকে ধারণা প্রদান করেন।
এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেঃ এম ইমরান জুয়েল, অধিনায়ক বিসিজিএস সৈয়দ নজরুল কমান্ডার এম শরীফুল হক খান এবং স্টেশন কমান্ডার সেন্টমার্টিন্স লেঃ কমাঃ এম রেদোয়ান উল ইসলাম।
২৩ আগস্ট সকাল ৮টা হতে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত কোস্টগার্ডের মেডিকেল টিম ১২৭ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করে।
কোস্টগার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের ফলে সেন্টমার্টিন্স এলাকার মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সাধারণ মানুষ উক্ত চিকিৎসা সেবার জন্য বাংলাদেশ কোস্টগার্ডকে স্বাগত জানায় এবং ভূয়সী প্রশংসা করে।
ভবিষ্যতেও বাংলদেশ কোস্টগার্ডের এ ধরনের চিকিৎসা সেবা সেন্টমার্টিন্স এলাকায় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক গরীব ও দুঃস্থদের সাহায্যের এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
Posted ২:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy