প্রেস বিজ্ঞপ্তি(১১ জানুয়ারী) :: ‘সর্বকালের শ্রেষ্ঠ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতিতে অনেক নেতা বাঙ্গালী জাতির স্বাধীনতার জন্য সংগ্রাম-আন্দোলন করলেও তা অর্জন করতে পারেনি। শুধু মাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান‘ই এই বাঙ্গালীর মনের ক্ষোভ আবেককে আন্দোলন সংগ্রামে পরিণত করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আজ বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।‘
শনিবার বিকাল ৪ টায় শহিদ দৌলত ময়দানে কক্সবাজার পৌর আওয়ামীলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ক্ষণগণনা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২০ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন নেতৃবৃন্দ।
কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো: নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফা। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোটেক রঞ্চিত দাশ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক উজ্জ্বল কর, সহ-সভাপতি ডা: পরিমল কান্তি দাশ, যুগ্ম সম্পাদক রফিক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সেতু, দপ্তর সম্পাদক সাহেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহেনা আক্তার পাখি ও দশ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক দীপক দাশ। এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিন নাম্বার ওয়ার্ড পৌর আওয়ামীলীগের সভাপতি জানে আলম পুতু।
এতে উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাজ¦ী এনামুল হক, আসিফুল মৌওলা, সেলিম নেওয়াজ, সাইফুল ইসলাম চৌধুরী, সত্যপ্রিয় চৌধুরী দোলন, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, এবি ছিদ্দিকী খোকন, মিজানুর রহমান, ওয়াহিদ মুরাদ সুমন, ইয়াহিয়া, আব্দুল্লাহ আল মাসুদ আজাদ, আজিমুল হক, বজল আহম্মদ, দেলোয়ার হোসেন জান্নু, আবু আহম্মদ, তাজ উদ্দিন তাজু, হাবিবউল্লাহ্, জাফর আলম, সেলিম ওয়াজেদ, খোরশেদ আলম রুবেল, জহিরুল কাদের ভূট্টো, মেজবাহ উদ্দিন কবির, নুর মোহাম্মদ, নজুরুল ইসলাম, আব্দুল মজিদ সুমন, জাফর আলম, মো: ইলিয়াছ, ফয়সাল হুদা, আমির উদ্দিন, রফিকুল হক, আবুল কালাম, জাফর আলম রিটু ও আজিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিকালে বঙ্গবন্ধুকে নিয়ে গান ও নৃত্য পরিবেশন করে কক্সবাজার শিল্পকলা একাডেমী ও ওআইজি ব্যান্ড গ্রুপ।
Posted ১২:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy