হেলাল উদ্দিন, টেকনাফ :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে টেকনাফে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার রাতে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় লেবাস ধারন করে যারা এদেশে জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে তাদেরকে এ দেশ থেকে উৎখাত না করা পর্যন্ত আর শান্তি কামনা করা কঠিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে মামুনুল হকেরা প্রমাণ করেছে তারা জঙ্গিগোষ্ঠী ও পাকিস্তানের দালাল।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কল হোসাইন, যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুল্লাহ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন ও সাধারণ সম্পাদক ইব্রাহীম বাবলু।
এছাড়া, টেকনাফ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল মতিন ডালিম, পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হোসাইন আহমদ, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল ফারুক, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ,টেকনাফ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন ইসলামসহ যুবলীগ-ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
উল্লেখ্য শনিবার ভোরে কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
Posted ১:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy